দীপুমালা











আমার বাংলাদেশ



এই দেশ আমার এই মাটি আমার
এই সবুজ বৃক্ষ, এই বন-বনানি, নদী-নালা
তার গন্ধ আমার গায়ে লেগে আছে
এই দেশের মাটিতে আমার নারি পোতা আছে।

এই মাটিতে জন্ম আমার এই মাটিতে মৃত্যু
এই মাটিতে পিতা আমার, এই মাটিতে মাতা
এই মাটিতে বন্ধু আমার, এই মাটিতে প্রিয়জন
মরিতে পারি যেন এই দেশের মাটিতে অভাজন।

ঘুরেছি আমি দেশ-দেশান্তর
পাড়ি দিয়েছি সাত সমুদ্র তেপান্তরের মাঠ
দেখেছি কত আলো ঝলকানি অট্টালিকার সারি
কত রং তামাশা, আশা-নিরাশা
কত শিক্ষা কত উপদেশ
তবু ভুলিতে পারি নাই আমারই বাংলাদেশ।

মাটি আমার মা, দেশ আমার ধর্ম,
আমার ঠিকানা, আমার গর্ব
ও আমার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি
তাই আমি বার বার তোমার কাছে ফিরে আসি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ