শাঁওলি দে

shaunli






ফেরা . . .


               


(১)

ভাবছি একদিন ফিরেই আসব।
এই যে এত ছায়াপথ ছুঁয়ে  থাকা,
এই যে নীরব অশ্রুপাত,
সবই কি বিফলে যায়?
তোকে সেভাবে মনেই পড়ে না।
তবু ফিরতেই হবে . . .
সূর্যাস্ত আমার ভালো লাগে না।

(২)

রাতের গা বেয়ে নেমে আসছে
ধ্রুবতারা. . .
হারানো সুর,হারানো পথ
সেই একই আঁকাবাঁকা বাঁক
সব তো থমকে গেছে।
তোর কাছে কিচ্ছু পাওয়ার নেই
শুধু ফেরার পথ পালটে গেছে বহুদিন।



শাঁওলি দে শাঁওলি দে Reviewed by Pd on ডিসেম্বর ১৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.