কচি রেজা

reza









কেউ আমাকে বোঝেনা ব'লে 




কেউ আমাকে বোঝেনা ব'লে আমিও বুঝিনা আমাকে
বসে থাকি অসুখের উপর হাত রেখে
মুখটিকে আশ্রয় দিই অন্য একটি বিষন্ন মুখে , হাজার হাজার লাল গাড়ি
নেমে আসে কুকুরের জড়ানো ডাকে , কীভাবে যেন রক্তগুলো
ফিরে যায় চোখে
আকাশে সশস্ত্র মেঘ , কংক্রিট খুঁটে খায় জমানো পাখি
নৈঃশব্দ ভেঙে যেখানে হৃদপিন্ড পা লেগে বেজে ওঠে নুড়ি
নিজেকে বলি , ব্যর্থ বলেইত এই আঙুল



কচি রেজা কচি রেজা Reviewed by Pd on ডিসেম্বর ১৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.