বাদল , তোমার ছুটি
মেঘের সাথে আলো
দোপাটির সাথে বিনায়কের কবিতা ,
রঙ্গিন কচুপাতার ওপর
দু চার ফোঁটা জল ;
এই সব মিলিয়ে মিশিয়ে কবিতা খুঁজছি।
মেঘ- বাদলকে বলেছি ,”এস গিয়ে,
তোমায় আমার আর দরকার নেই”।
কত আর মন ভার করে থাকব বল?
এমন ঝকঝকে পুজোপুজো রোদ ।
সকালের ঘুমে মায়ের গলা।
পুজোবার্ষিকী অবধি নেটে।
পুজো আসছে।
এবারের খবর ;
চার পাশের দুর্গারা ক্রমশই চামুণ্ডা রূপে পূজিতা...
কাপড় তো অসুরেরা ছিঁড়ে নিয়েছে কবেই
হাতে খাঁড়া নিয়ে প্রতিবাদে
বীভৎস না হয়ে উপায় কি ?
রাজরাজেশ্বরী ষোড়শী
আপাতত ছিন্নমস্তা হইয়াছেন।
রক্তমাখা শ্মশানে দাঁড়িয়ে
কুমোর ভারতবর্ষকে ডাকছি।
থিম- শিল্পী কই?
বই পিঠে ছোট্ট এই উমাকে
নিশ্চিন্ত শিউলির সাজে সাজাতে
পারো না?
সোনালী ভট্টাচার্য মুখার্জী
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন