সোনালী ব্যানার্জী

sonali














অসতী



রিক্ত আঙুল যে সব গল্প লেখে
হাতের রেখায় তা লেখা নেই

সকালের আড়মোড়া
নির্জন দুপুর-বিলাস আর
সন্ধ্যার অস্তরাগ মেখে
তোমার ঔরসে কবিতা জন্মায়

অথচ তুমি তো সাথী ছিলে না মুহূর্তকাল

তবে কেন আজও আছ নিঃসঙ্গ সময়ের সঙ্গী হয়ে ,
বিকারগ্রস্ত বহুগামী মনের কল্পনাবিলাসে ?

অনেক দূর থেকে নিজেকে দেখি
নিজেকে সাজাই
শব্দ সাজাই
আর...

হাসিমুখে লিখে রাখি
এক অসতীর একাকী যাপনের দিনপঞ্জী ।



সোনালী ব্যানার্জী সোনালী ব্যানার্জী Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.