কোয়েলী ঘোষ

koyeli














দেবীরূপে 




কোন মন্দিরের গর্ভগৃহে নয় ,
জাঁকজমকপূর্ণ  মণ্ডপেও নয় ,
তোমায় দেখেছি প্রতিদিন -
প্রতি গৃহকোণে --প্রতিস্তরে ।
আশ্বিনের শারদ প্রাতে যে দেবীর পুজা -
তার প্রতিচ্ছবি ---আজকের নারী ।

তোমার মায়া মমতামাখা মুখ ।
চলার সৌষ্ঠবে ফুটে ওঠে পদ্মফুল ,
আয়ত দীঘল দুটি চোখ ,
সীমন্তে সিঁদুরের ছোঁয়ায় ,
কমল বেদনাময়ীরূপে তুমি লক্মী ।

কণ্ঠে তোমার  সুরঝঙ্কার,
সুর পৌঁছে যায় অতীন্দ্রিয় লোকে ।
মধুর ভাবে বাজে গভীর অন্তরের সুর ,
বিস্ময়ে বলি --তুমি সরস্বতী !

তুমি দশহাতে দশপ্রহরনধারিনী ,
ঘরে বাইরে সংসারে ধাত্রীরূপে ।
অন্যায় অবিচারে গর্জে ওঠো !
তখন দেখেছি তোমার ত্রিনয়ন !
রুদ্ররুপে তুমিই দেবী চণ্ডী ।

সন্ধ্যার আঁধারে ওই যে মেয়েটি দাঁড়িয়ে ,
যাকে দেখ তোমার ঘৃণিত দৃষ্টিতে --
সেও দেবী । গভীর রাতে শুনি
তার আঙিনায় মাটি খোঁড়ার শব্দ ।
মৃণ্ময়ী আর চিন্ময়ী মিলেমিশে একাকার ।
                   



কোয়েলী ঘোষ   কোয়েলী ঘোষ Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.