দর্শনা বোস

darshana














ঝড়



তোর চোখের ঐ ঝড়ের আদল,
একসা ভিজে বরষা রাত-
বাজল বুকে ধামসা মাদল,
মিঞা মল্লার এ মৌতাত।

মগ্ন চাঁদও আস্কারা চায়,
ঝলসালো কি লাজুক মুখ?
সাদা কালোর গল্পেও কি
লাল গোলাপের রঙীন সুখ।

মনের ঘরে জ্বলছে শ্রাবণ,
নেশায় কাতর কদম-ঘ্রাণ-
'জীবন কিন্তু প্রেমদিওয়ানা'
গাইছে প্রিয় কবির প্রাণ।



দর্শনা বোস দর্শনা বোস Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.