জয়দীপ চক্রবর্তী

joydip











যে শব্দ নদী হয়ে গেছে 




প্রতিদিন উপেক্ষা অবহেলা তবু নীরব আমার আসাযাওয়া
মাটির গন্ধে শস্যস্বপ্ন আমার স্বাদ ও স্বাদ্ধ লিখে রাখা
বিপন্নতায় বাধ্যতা বসত মৃত্যুর প্রযোজনে বেঁচে থাকা
লজ্জার আনুগত্য তোষামোদ বিচিত্র বোধ অদ্ভুত সময়ের চাকা


ঘৃণা আর ক্রোধ ভীষন আগুন ছুঁয়ে মড়ক ও মাড়ি
প্রজন্মের জন্য এ সামান্য জীবন পুড়তে ও পোড়াতে পারি
সেই কিশলয় রঙিন নীল পাড় সাদা শাড়ির মেয়ে
পাহাড়ের বিশ্বাস বুকে ধরে রাখে নদীই জেনো ভালোবেসে
ঝরা পাতার শূণ্যতা জেনেছি কতখানি গাছের মৃত্যু বেদনা
প্রকৃতির বিপুল জীবনের কাছে সভ্যতার অবদান মৃত্যুর কশাঘাত প্রতারণা


এই জীবন পশুদের মতো হলেই বোধহয় ভালো হতো
জীবনের গর্ভগৃহে যে পথে অন্ধকার ভরছে যতো
পশুরা নয় মানুষ অবিরত গভীর অসুখের মৃত্যুর বীজ বোনে রোজ
যতটুকু দেখা মারণঅসুখ ছেয়েছে পৃথিবী তবুও সামান্য স্বাদ জাগে আলোরই খোঁজ
জীবনের ব্যর্থতা সয়ে সমাজের ফিসফাস ব্যঙ্গ বিদ্রূপের ধুলোঝড়ে তমসাঘন চোখ
সাফল্যে যত বন্ধু হয় সমাজ ব্যর্থতায় জেনো ততটাই বন্দুক আগুন খাওয়া বোধ
প্রার্থনার চিরন্তন রীতিনীতি পবিত্রতা স্নাত মনপুর কারও আকাশ ভরা নক্ষত্র কারও চাঁদহীন অন্ধকার
শ্রম ও মজুরির অনন্ত অমীমাংশিত দ্বিধা দ্বন্দ্ব নিউটন আজও হাসে কবিদের মাঠটা বড় দরকার


প্রতিটি জন্মে বন্ধু ও বন্দুক ঘাপটি থাকে মুখোমুখি প্রতীক্ষা পথের ঘাসে ঘাসে
হে জীবন তোমার সহ্য আর ধৈর্যের সাধনায় নির্ধারণ স্পর্শ রাখো প্রথমত বন্ধু না বন্দুক সামলাবে
|সেই শিউলি গন্ধের নীলরঙা কৈশোরবেলা টলোমলো বসন্তচর্চিত মেয়েগাছ
শারদীয়া মুখ বকুলের ঝরা পাতায় মন নির্জনে লিখেছিল যে তুমিই সেই তুমিই সেই মেয়ে আমার বিশ্বাস


কুড়ি কুড়ি মেঘরোদ হলুদ রঙের দাওয়ার ছায়া এটুকুই সামান্য গৃহকোণের অনুভূতি
|ছেঁড়া ছেঁড়া শব্দ আরো কিছু আলো ও গতি বিষয়ক শব্দমালা অংশত আমারই জখম বিস্মৃতি



জয়দীপ চক্রবর্তী জয়দীপ চক্রবর্তী Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.