সখ্য
ভাবছি সত্যি , কি রঙ লাগাবো সাদা প্রচলিত সখ্যে
কি আলো কি ভালো কি আঁধি আঁধারে কোন রঙধনু ফোটাবো
এই দিকে তুই ঐ বেনোজলে বাঁকা শ্যাম ডাকে বাঁশিতে
আমি সাঁতরাই দশ পা এগোই তুই অলমিতি বিস্তারে
যত দূরে যাওয়া কোন চোখে থাকে আদুরে বেড়াল ভাবনার
ভীতিপ্রদ জল কালো গম্ভীর দেখিনি দেখিনা তালগোলে
ঠিক কেউ কেউ প্রশ্ন করেছে করছে এবং করতে থাকবে , রোজ
সেই যারা যারা হারিয়ে গিয়েছে কোন ধাঁধাঁবাজি ম্যাজিকে
নীল জামা পরা বিষাদ পিওন বিলিয়েছে চিঠি রোদ জল
এই আমাদের ভূতগ্রস্তের নিজেদের খোঁজ বিজ্ঞাপনে
সুখ মানে সেই , ঠোঁট আর কাপে এক বিঘতের মনোরম
কালা যত ভালো ফ্লারট ই জানুক আমিও কিন্তু গুড গার্ল
শর্মিষ্ঠা ঘোষ
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন