কথোপকথন , রঙ-তুলির বিপ্লব
- আজকের দিনে কী আঁকছো?
দিনটাকে কি...
- ভুলিনি।
এটা হল কালো ক্যানভাস,
আর এই হল রঙ-তুলি।
আয়োজন পুরোটা দরিদ্র হলেও
আজকের দিনটা আঁকবই।
- শিল্পী হলে!
বিপ্লব কোথায়?
পাহাড় ফেটে অগ্ন্যুত্পাতের বিপ্লব?
- এই তো! তুলির রঙে
কালো পর্দার আড়ালে তিরঙ্গা নারীমুখ-
একটি সাদা হাত কালো পর্দা টেনে সরাচ্ছে...
আর কত হাত কাঁটাতার থেকে উত্থিত
কালো পর্দা সরানোর ইচ্ছা!
- এখনো তো সম্পূর্ণ নারীমুখ দেখলাম না!
এতো কেবল অর্ধেক!
চোখের রেখা আছে, চোখ তো আঁকা নেই!
শরীরটাই বা কোথায়?
- ধৈর্য্য ধরো!
- আর কত ধৈর্য্য ধরব?
পাহাড়ের কোল থেকে নেমে আসা নদীকে
যারা ইচ্ছামতো বেঁধে যৌবন পান করল
তারাই তো আজ সভ্যতার কারিগর!
আরও কত নদীকে....
- জানি।
তাই তো রঙ-তুলির এই অগ্ন্যুত্পাত!
তোমার আমার হৃদয়ের রঙে....
- স্বাধীনতা কোথায়?
কতটা সাবালক তুমি মহাভারতের ছাঁচে তৈরি ভারতে?
- প্রশ্নটা খাঁটি।
তাই পতাকার নীচে উর্ধ্ব-শির না হয়ে
রঙ-তুলিতে প্রতিবাদ আঁকি!
অবনত চোখে শুধু কালো ক্যানভাস আর রঙ-তুলি-
- বেশ। আঁকো তুমি!
এই চিত্রের মতো রইব অপেক্ষায়!
তিরঙ্গার অর্থে এঁকো এই নারীকে!
- আঁকব। অবশ্যই আঁকব এই দিবস!
শিল্পের বিপ্লবে যদি পাই স্বাধীন মাতৃভূমি!
পলাশ কুমার পাল
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন