বাবাই




১৩ই সেপ্টেম্বর ২০১৩ - - - -
- হ্যালো 
- বলো 
- আরে আমাকে তুই করে বলতে পারো। 
- আমি সবাই কে তুই বলি না।  
- আচ্ছা তুমি কি খুব কম বল ? 
- তুমি বোধয় আমার স্ট্যাটাস আপডেট দেখনি , আমি ইনবক্সে কথা বলি না।  আর সেটা পরিস্কার করে বলে দিয়েছি। 
- আরে হা সেটা দেখেছি আসলে কি হল......
- আমি এখন এলাম, ভালো থেকো। 
- ভালো থেকো


৭ই জুন ২০১৫ 

- ওই আছিস?  
- বক, কি বকার আছে, না মানে আমাকে না শুনিয়ে তো তোর রাতের ঘুম আসবে না. বক, কি বকার আছে বক।
- আরে খ্যাকাচ্ছিস কেন এই তো এলাম অনলাইন। 
- বাবাই তোকে আমি সকাল থেকে মাঝে মাঝে অনলাইন দেখছি। আমাকে মিথ্যে বলতে পারিস না - তবু চেষ্টা করছিস জানোয়ার ছেলে। ঘুমোতে যা বাবাই। 
- দুর বাবা সারাদিন এর পরে কথা বলতে এলাম তাও বকছিস। 
- বাবাই আমি কিন্তু একবার ঘুমোতে যেতে বলেছি। আর যখন যেতে বলেছি তখন মুখে মুখে তর্ক না করে শুনবে। 
- চেচাচ্ছিস কেন যাচ্ছি তো, খালি খালি আমার ওপর চেচায়। 
- তো তুই ছাড়া আর কার ওপরে চেঁচাবো ? ন্যাকামো করবি না বাবাই একদম যাত্রা পার্টির ডায়লগ দিবি না।  ঘুমোতে বলেছি। 
- ওকে আসছি রে । 
- হম আয়। 


ওপরের দুটো হল জাস্ট দুটো ইনবক্সের একটু একটু করে অংশ। প্রথমটা একদম প্রথম দিনের আর পরের টুকু লাস্ট দিনের ইনবক্স। আমি এটা এই কারনে লিখিনি যে সবাই পরে লাইক কমেন্ট দেবে। আমি এই প্রথম কোন লেখা লিখলাম শুধুমাত্র নিজের মনের জন্য। একটা সম্পর্ক এতো দিন ধরে আস্তে আস্তে কিভাবে যে আত্মার সম্পর্কে পরিণত হয়েছে সেটা নিজেকে বোঝাতে - আর নিজের কাঁধে এই সম্পর্ক টাকে আজীবন সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব তুলে দিতে।  ভগবান কে অনেক ধন্যবাদ নাহলে জানতামই না
সম্পর্ক শুধু রক্তের হয় না --------- এক একটা সম্পর্ক আত্মার সঙ্গে জড়িয়েও হয়।

babai
পরিচিতি 
বাবাই বাবাই Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.