আজম মাহামুদ

kk







কবিতা- ২৭


আমার চারু যেদিন থেকে চারুবালা হয়ে গেছে, সেদিন থেকে হলুদ ফুলগুলো চারু হয়ে যাচ্ছে, প্রিয় নদী আজ চারু, জানলার ওপারে প্রতিদিন কোচিং ফেরৎ মেয়েটিও আজ চারু, মোড়ের দোকানে রং চা খেয়ে, আগুন জ্বালাতে গেলেই যে মেয়ের মুখ আড়চোখে দেখে নিই, সেও।  ক্ষয়ে যাওয়া বিকেলে একলা পথের শেষ প্রান্তে শরীরে বিরহের অন্ধকার মেখে যে নারী দাঁড়িয়ে থাকে তার প্রিয় মানুষের অপেক্ষায়, সেও। অথচ আমি আর কাউকে চারুবালা হতে দিতে চাই না- দু’চোখ বন্ধ করে শুধু তোমার মুখ কল্পনা করি- যেন পৃথিবীর আর কোন নারী চারুবালার তালিকায় চলে না যায়...

আজম মাহামুদ আজম মাহামুদ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.