শামসুন নাহার


১।

ছেলেটি মেয়েটির মাথার চুল ডানহাতে আলতো করে নাড়িয়ে দিয়ে বলল “ যদি যমদূত ও আসে তাকে বলব এই পাগলিটাকে ছেড়ে আমি কোথাও যাব না। তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি বল?”
মেয়েটি তার উত্তরে ছেলেটির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল।

২।
মেয়েটি স্টেশনে বসে আছে। তার সাথে বিশাল বড় একটি লাগেজ। মেয়েটি অস্থিরভাবে হাতের সেলফোনে বারবার ডায়াল করে যাচ্ছে আর ডানে বামে তাকাচ্ছে। সম্ভবত যাকে ফোন করছে তাকে পাওয়া যাচ্ছেনা। দেখে মনে হচ্ছে যার সাথে তার যাবার কথা সে এখনো এসে পৌঁছায়নি। সময় যত যেতে থাকলো মেয়েটির উৎকণ্ঠা তত বেড়ে যেতে লাগলো। বেলা গড়িয়ে সন্ধ্যা হতেই মেয়েটির উৎকণ্ঠা আতঙ্কে পরিণত হল। হুইসেল বাজিয়ে ট্রেন প্ল্যাটফর্মে এসে থামল। মেয়েটি একবার ট্রেনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলো। হতাশ চোখে তাকাল সেল ফোনটার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। লাগেজটি টেনে টেনে বেরিয়ে গেল স্টেশন থেকে।

৩।
ছেলেটি অস্থিরভাবে একবার তাকালো হাত ঘড়িটার দিকে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে দৌড়ে নেমে এল রাস্তায়। রাস্তা পার হয়ে গাড়িতে উঠতে হবে। সেলফোনটার ও এই অসময়েই বাজতে হবে! ছেলেটি মাথা নিচু করে প্যান্টের পকেটে হাত দেয়। দ্রুতগতিতে আসা গাড়িটি শেষমুহুর্তে গতি নিয়ন্ত্রণ করতে পারেনা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়তে পড়তে ছেলেটির মনে হয় মেয়েটি তারজন্য স্টেশনে অপেক্ষা করছে। সে কি সময় মতো পৌঁছাতে পারবে?

৪।
ছেলেটিকে হাসপাতালে নীলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনায় ছেলেটির ব্যাগ ও অন্যান্য জিনিষপত্র কোথায় ছিটকে পড়েছিল তা আর খুঁজে পাওয়া যায় নি। সেলফোনটা চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ায় সেখান থেকেও কোন তথ্য পাওয়া যায় নি। দিন পনের অপেক্ষা করার পড় আঞ্জুমান মফিদুল ইসলাম ছেলেটিকে বেওয়ারিশ হিসেবে দাফন করে।

৫।
মেয়েটি সময় পেলেই এখনো স্টেশনে গিয়ে বসে থাকে। নতুন স্বপ্নের হাতছানিতে ঘর পালিয়ে এসেছিল বলে আর ঘরে ফিরতে পারেনি মেয়েটি। আজ মেয়েটির কাছে ঘর নেই, পরিবার নেই। যে ভালোবাসার জন্য সব ছেড়ে এসেছে সে ভালোবাসাও তার পাওয়া হল না। জীবনের যুদ্ধে একাকি লড়াই করতে করতে মেয়েটি তবু ও ষ্টেশনে এসে অপেক্ষা করে। ছেলেটি তাকে ছেড়ে কোথাও যেতে পারে মেয়েটি তা কিছুতেই বিশ্বাস করে না। ছেলেটি তাকে কথা দিয়েছিল...

পরিচিতি

শামসুন নাহার শামসুন নাহার Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.