মিথ্যা-বাসা
অবসন্ন মেঘলা দুপুরের বিন্দু বিন্দু ক্লান্তিতে
রোদমরা বিকেলগুলো ভিজে যায় ।
একটু তাড়াহুড়ো করে
সন্ধ্যার ছাদের আলসে বেয়ে অন্ধকার নামে
তারাদের আড়ালে রেখে
এরপর নেশা ধরে যায়
ভিজে হাওয়া
এক টুকরো মেঘ আর এক বোতল বৃষ্টির ।
কত আগ্রহী ডানা ঝাপটানো পাখিরা
ওরা ফিরতে চায়
বাসায়
এ সময় মিথ্যা বলতে পারি না
তাই বলতে হয়
আবারও বলতে হয় নিজেকেই
আমি এখানে বাস করি মাত্র , আমার কোনও বাসা নেই ।
সোনালী ব্যানার্জী
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন