শ্যাম সিংহ












বেঁচে ফিরি

শব্দেরা ডানা মেলে
নিঃশব্দ অভিযানে ,
কান্না শুকিয়ে যায়
নীরব অভিমানে ।

কথা দেওয়া কথা রাখা
যত সব কথাকথি ,
সামাজিক আঙ্গিনাতে
শত শত প্রজাপতি ।

প্রয়োজনে ব্যবহার
শেষে রয় অচেনা ,
মানুষ কি মান যশে
যায় কি আদৌ চেনা ?

নিয়মের বেড়াজালে
চলছে যে বাবুগিরি ,
অঙ্গুলি হেলনে মুচকি
ব্যাথা দিয়ে মৌজ করি ।

বাবু বিবি – গাড়ি ঘোড়া
মধ্য বিত্ত – ছোটা ছুটি ,
সর্ষের মাঝে ভূত
হেসে খুন – লুটোপুটি ।

মুখোশের আবডালে
হারায় কত মানুষ ,
স্বপ্নেরা উবে যায়
আকাশে ওড়ে ফানুস ।

অভিধান আতিপা্তি 
নির্বাক হয় ভাষা ,
দেয়ালেতে ঠেকে পিঠ 
হারায় না তবু আশা । 

হাঁসফাঁস অবশেষে
মরিয়া প্রাণেতে ঘুরি ,
অনুরোধে কাজ নেই
প্রতিঘাতে বেঁচে ফিরি ।



শ্যাম সিংহ শ্যাম সিংহ Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.