ঝিলিমিলি














ঈশ্বর খুঁজি 




আজকের শ্লোগান --!
ঈশ্বর আছেন কি নাই ?

মানুষ আছে ততদিনই ঈশ্বরের অস্তিত্বকে ধরেই।

মা আছেন,
তাই সন্তান স্তন পায়,
বেঁচে থাকে তারা মায়ের নিঃশ্বাস হয়েই।

ঈশ্বর থাকুক বা না থাকুক,
মানুষ থাকুক মানুষের কল্যাণে,
ঈশ্বর বলেন।

মা বৃদ্ধা হন,
সন্তানকে চেপে রাখেন বুকে নড়বড় হাতেও,
কোমল চাহনিতে আর স্নিগ্ধ হাসিতে।

গোলাপ ফুটে যায় আহ্লাদ করে,
বলে, দেখনি কখনও ঈশ্বর?
পাখীর গান শুনেও স্তব্ধ মানুষ।

অন্তর কোন মন্তরে প্রণাম জানায় ঈশ্বরের পায়ে নুয়ে- !
শতশত গুণের ঈশ্বরের কাহিনী নানা রূপ-গন্ধ-রসে সুধা হয়ে রয়।
ওগো মধুরের ঈশ্বর,
তোমার রূপের শেষ নাই তাই।


ঝিলিমিলি ঝিলিমিলি Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.