তখন
এখন গর্জে ওঠার সময় ।
ডাক বাক্সের ভিতর কোনো প্রেমিক
বসে নেই ।
মাইক্রোফোনের শব্দ শস্য থেকে
দাবি গুলো
ঘুড়ি হয়ে ছড়িয়ে পড়ছে চারপাশ
তুমি নিজের মতো করে
রঙ দাও
প্রতিবাদ দাও…
অধিকার ফিরে এলে
তখন বহিরাগত বলে কেউ থাকে না
তখন সবাই অন্দরমহলে
তোমার বউ সাজ সন্ধ্যায়
আলো হয়ে দাঁড়িয়ে থাকা
আয়ু ভর্তি প্রেমিক ।
জন্ম
বিরোধী থেকে জন্ম নিচ্ছে শাসক
শাসক থেকে জন্ম নিচ্ছে বিরোধী
আর আমাদের মা জন্মকে অক্ষত
রাখতে
বেড়ে উঠছে ক্ষিদে…
অথচ অস্ত্রকারখানার চিলেকোঠা থেকে
উদীত সূর্যকে
আমরা পিতা বলে ডাকি না ।
এক অবিবাহিত কবির আত্মকাহিনী
দূরে দাঁড়িয়ে সমুদ্র দেখা মেয়েরা
জানতেও পারবে না কোনোদিন
ওদের নিস্তব্ধতায় হাত ডুবিয়ে আমি
মুখের আদলে মুখ তুলে আনি
আর কবিতার নামে
বদলে যায় মায়ের শহর ..
ইচ্ছের চেয়ে বড় মাতাল হতে পারিনি তাই
সমস্থ প্রেমিকার হালখাতায়
আমি বন্দী । বয়সের বোতল গড়িয়ে যায়
রান্না ঘরে । মা একা
দূরে দাঁড়িয়ে সমুদ্র দেখছে মেয়েরা ।
সেখ সাদ্দাম হোসেন
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন