
আপেক্ষিক
হালকা পায়ে উড়ে এসেছি
সামান্য টানেই,
পড়ন্ত বিকেল সতর্ক করে গেছে
আলো রাখ কিছু সন্ধ্যের কোলে।
জায়গা বদল কোন অচিন ডাকের
কাণ্ডারি, তোমার আদেশ মানে কে?
কখনো ঘাসফুল মাঠ
গড়িয়ে ট্রামলাইন, সাথে
দৌড়ময় বসন্তগন্ধ...
শহরস্মৃতি ছিল না কস্মিনে
কিছু খাপছাড়া হঠাৎ কুড়িয়ে
এক খুশি নির্জন ভরে তুলি।
সহস্র বছর সমুদ্রে বসে
স্থবির সময় দেখি,
হাত নেই পা নেই;
জন্মকান্না বসন্তেও সমান
সেই সপ্তম অষ্টম ঋতুর
মরণকালীন।
পৃথা রায় চৌধুরী
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন