মৌসুমী মিত্র












৷৷ প্রাণের রবি ৷৷




তুমি আমার প্রাণের রবি
                  অন্তরে পাই দেখা ;
তোমার ভাষায় দীক্ষা নিয়ে
                 আমার সকল লেখা ৷

তোমার সুরে মনকে দোলাই
                 আপন হাতের দোলে ,
তোমার গানে নীল আকাশে
                 ভাসি মেঘের কোলে ৷

তোমার লীলায় অশেষ আমি
                 প্রাণের খেলাঘরে ,
সকল কাজে সকাল সাঁঝে
                 রাখি তোমায় ধরে ৷

ধূলা যতই উঠুক জমে
                 তানপুরাটার তারে ,
তোমার সুরের মূর্ছনা গাই
                 আমার হৃদয়দ্বারে ৷

তোমার দেখা পেতাম যদি
                  শারদীয়া ভোরে ,
হারিয়ে দিতাম ঘরের চাবি
                   বন্ধু তোমার তরে ৷

তবু আছ সকল প্রাতে
                  সকল আঁধার রাতে ,
সকল খেলায় , সকল মেলায়
                 করছ খেলা সাথে ৷

চোখের আলোয় নেই গো তুমি
                  আছ মনের হাটে ,
তোমার বাঁশি তেমনি সুরেই
                 বাজে আজও নাটে ৷৷


মৌসুমী মিত্র মৌসুমী মিত্র Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

1 টি মন্তব্য:

  1. মাথার ভেতর যখনই তাগিদের পোকাটা নড়ে উঠবে, হাতে তুলে নিস, কলম আর ডায়েরী ৷ লক্ষ-হাজার পাঠকের ভীড়ের পেছন থেকে একজন, এট্টুখানি গর্বিত হবেই ৷

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.