![]() |
| পরিচিতি |
রুমাল
বহুবৃত্তের স্থপতি জাদুকর,
পলাশ পাতার গায়ে আজ পর্যাবৃত্ত লাল।বিভক্তি।
আরও রচনা হোক পাথরসম্ভার,আয়না জানবেনা।
যদি দেখা হয়,তার গায়ে-হলুদের রাতে,
দেখিও তোমার জাদু-
আমার যে রক্তস্রোত রেখে এলাম তোমার দলিলে-
তার থেকে রঙিন জলাধার,আর-
তোমার অশ্রু থেকে কাচের নৌবহর।
শুধু বুকের বাঁ পকেটে রেখে দিও
গাঢ় লাল রেশম রুমাল।
সুবর্না গোস্বামী
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন