 |
| পরিচিত |
নারী তুমি আছো বলে
নারী তুমি আছো বলে
গর্ভে সাঁতার কাটি
দশ মাস পর পৃথিবীতে
দেখি আলো মাটি
নারী তুমি আছো বলে
থাকি তোমার কোলে
আদর যত্নে হই বড়
তোমার ছায়া তলে
নারী তুমি আছো বলে
মা বলে ডাকে
দুঃখ কষ্টের মাঝেও সবাই
সুখের ছবি আঁকে ।
শামীম পারভেজ
Reviewed by
Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
5
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন