![]() |
| পরিচিতি |
মৃতবৎসা
টুসুক্ষণ
থেমে থাকা এমন কিছু
কঠিন ছিল না,
একটা মাত্র লবনাক্ত আঙুলেই
উঠে যেত সমস্ত জল।
বলতে গেলে সেদিন ই
ছ'টা পঞ্চাশের ক্যানিং লোকাল থেকে
শীত নেমেছিল ধাপার মাঠে,
একবগ্গা চাউনিতে আমরা তখন
ছড়িয়ে ফেলেছি অচেতন হাঁকডাক,
থইথই সন্ধ্যে জলে বিকেলের
পাঁজরভর্তি ধূলো-বালি সুখ
অক্লেশে এনে দেয় তিল টুসুমন...
মুঠোজন্ম নদী ঝাঁপ দেয় কই,
আমার নদীই সই, হারিয়ে
খুঁজেপেতে ফিরিয়ে আনে যত ফুলডুংরি ক্ষণ।
থাক ওসব..
আমরা একবচনেই চিনে নিই বরং মৃতবৎসা মন।
একটা মাত্র লবনাক্ত আঙুলেই
উঠে যেত সমস্ত জল।
বলতে গেলে সেদিন ই
ছ'টা পঞ্চাশের ক্যানিং লোকাল থেকে
শীত নেমেছিল ধাপার মাঠে,
একবগ্গা চাউনিতে আমরা তখন
ছড়িয়ে ফেলেছি অচেতন হাঁকডাক,
থইথই সন্ধ্যে জলে বিকেলের
পাঁজরভর্তি ধূলো-বালি সুখ
অক্লেশে এনে দেয় তিল টুসুমন...
মুঠোজন্ম নদী ঝাঁপ দেয় কই,
আমার নদীই সই, হারিয়ে
খুঁজেপেতে ফিরিয়ে আনে যত ফুলডুংরি ক্ষণ।
থাক ওসব..
আমরা একবচনেই চিনে নিই বরং মৃতবৎসা মন।
মৌমিতা চন্দ্র
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন