গর্ব আমার বাংলা
ভাষা
বাংলা আমার প্রাণের ভাষা
মায়ের ভাষার ব্যঞ্জনা
এই ভাষাতেই ফুটে উঠে
স্বপ্ন সহজ কল্পনা
বাংলা ভাষার উচ্চারণে
হৃদয়েতে আলোড়ন
এই ভাষাতেই ভাবনা ভেবে
জাগে প্রাণে অনুরণন
দাদীর মুখের কিস্সা কথা
দৈত্য-পরীর কল্প-দেশ
পঙ্খি-রাজের ঘোড়ায় চড়া
ঘুমিয়ে পড়া সেই আমেজ
গল্প শোনা স্মৃতির ভাষা
সেই তো আমার বাংলা
বাব-মা'এর শাসন-বকন
নিয়ে আজো পথচলা
কিশোর বেলা দুপুর বেলা
রেডিওতে বাংলা গান
সবই আছে তেমনি আজো
হয়নি কিছুই একটু ম্লান
রবি-নজরুল-জীবনানন্দ
হৃদয়েতে ধারণ আমার
রক্ত দিয়ে কেনা বাংলা
এর চেয়ে দামি নেইকো আর
বিশ্ব-সভায় বাইশ কোটি
গর্ব আমিও বাঙ্গালী
বাংলা ভাষায় কাব্য করি
তাতেই আমি প্রাণ ঢালি
ফেব্রুয়ারির একুশ এখন
মাতৃভাষা আন্তর্জাতিক
দিবস মানে বিশ্ববাসী
ড. পারভেজ মোহিত
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন