রায়হান সিদ্দিকি

পরিচিতি 






‘আমি’




কোনো স্মৃতি রোমন্থন করবনা আর; সব বিস্মৃত হয়ে যাক ।
কেবল যা সত্যি- অন্যায়ের প্রতিবাদ করে যাব আমি ।
হয়ত ওরা ধরে নিয়ে যাবে আমায়- তাইতো বলছে ওরা;
নর-পিশাচের দল ।
তবু যা সত্য তা বলে যাব আমি,
অন্যায়ের সামনে মাথা নত হবে না আর ।

গদিআঁটা আসনে বসে বিধাতা সেজে যা করছে ওরা-
নির্বিচার মানুষ মারছে, নির্যাতন করছে-
তা চরম অন্যায়; এ সত্য বলে যাব আমি
আসনে দখল না পেয়ে যা করছে ওরা; উগ্রবাদী, মৌলবাদী-
মানুষ পুড়িয়ে মারছে, ককটেল বোমা ছুড়ছে,
অন্যায়; তা চরম অন্যায় ।

কেবল ক্ষমতার জন্য জনতাকে পিষ্ট করে যে খেলা খেলছে ওরা-
তা অন্যায়; চরম অন্যায় ।
নিরীহ মানুষকে এভাবে আর নির্বিচার মারা চলবে না,
মানুষকে স্বস্তি দিতে হবে; মানুষকে বাঁচতে দিতে হবে-
তার অধিকার নিয়ে ।
নর-পিশাচের দল বন্ধ কর এ হত্যাযজ্ঞ,
মৃত্যুর যে উল্লাস ধ্বনি আজ প্রবল-
তা আর চলতে দেয়া হবেনা ।

প্রতিবাদ করে যাব,
কোনো কিছু আর- আমার জীবনী- লিখবনা আমি;
তবু লোকে জানবে, পড়বে
বের হবে রাজপথে; বজ্রমুষ্ঠী মিছিলে,
কৃষক শ্রমিক বের হবে; লাঙল জোয়াল কাঁধে দাবী তুলবে ।

স্লোগানে স্লোগানে সব রাজপথ মুখরিত হবে
অন্যায়ের প্রতিবাদে, অধিকারের দাবীতে ।
রাজপথের প্রতিটি আন্দোলনে- রক্তের প্রতিটি বিন্দুতে
এক-একজন রক্তাক্ত ‘আমি’ জন্ম নেবে- স্ব-চেতনায় ।
’৫২ ’৭১ এর শহীদেরা আবার জন্ম নেবে- নব উদ্দীপনায় ।

শাসক-শোষিতের নির্মম বেয়নেট-
আর তপ্ত সীসা উপেক্ষা করে সবাই জড়ো হবে,
প্রলেতারিয়েতের অদম্য শক্তি বলে ।
তথাকথিত এই সমাজের-
সব সমাজচ্যুত তরুণী, ভবঘুরে বেকার, ডাস্টবিনের টোকাই,
লাঞ্ছিত বঞ্চিত সব বস্তিবাসী- জড়ো হবে,
তাদের অধিকার বুঝে নেবে ।।

কোনো অন্যায় প্রশ্রয় পাবে না আর
ওরা আমায় ধরে নিয়ে যাবে; যাক- মেরে ফেলুক,
তবু কোনো অন্যায় সইব না আর
কোন স্মৃতিবিলাস হবেনা আর,
মানুষ জাগবে- তার অধিকার নিশ্চিত বুঝে নেবে।।



রায়হান সিদ্দিকি রায়হান সিদ্দিকি Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.