মৌসুমী মিত্র ( বৈদ্য )

পরিচিতি 









শীত


তোমার ফ্ল্যাটে শীত এসেছে বেশ জাঁকিয়ে ,
ব্যালকনিতে রোদ্দুর খায় লেপ-কম্বল ;
আমার ঘরের মাথার ওপর ছাদটুকু নেই ,
একখানি তায় ছিদ্র শত কাঁথা সম্বল ৷
তোমার ছাদে মরসুমী ফুল হাওয়ায় দোলে ,
শিরশিরানি উত্তুরে বয় ভোরের বেলা ;
আমার ভাঙা ছাদের ওপর পলিথিনে
যন্ত্রণা গায় , সঙ্গতে তার হাওয়ার খেলা ৷

তোমার বাড়ির ড্রইংরুমের ফায়ারপ্লেসে
গনগনে আঁচ , রাগরাগিনীর আয়েশী রাত ;
আমার ঘরের মাটির দাওয়ায় আগুন জ্বলে -
রাত্রি আমার হাড়কাঁপানো , নির্ঘুম সাথ ৷

তোমার বাড়ির জানলা দিয়ে সুবাস ছড়ায়
পরমান্নের গন্ধে মাখা পাটালী গুড় ;
আমার ঘরের ছিদ্রপথে প্রবেশ অগাধ ,
ক্ষুধার্ত পেট প্রাণ ভরে নেয় ঘ্রাণ ভরপুর ৷

তোমার শীতে ছুটির মেজাজ , হৈ-হুুল্লোর ,
বনভোজন আর চড়ুইভাতির উছলতা ;
আমার শীতে অভাবী রাত গুমরে কাঁদে ,
দিন গেঁথে যায় দুখ-জাগানি কথকতা ৷

শীত তো আসে রাজার মত দাপট নিয়ে ,
ঝোলায় ভরে ভালো থাকা , মন্দ থাকা ;
ভালো থাকার ভাগটুকু থাক শুধুই তোমার ,
বরাত আমার চিরকালীন মন্দ থাকা ৷৷


মৌসুমী মিত্র ( বৈদ্য ) মৌসুমী মিত্র ( বৈদ্য ) Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.