প্রবাল মুখার্জী

পরিচিতি 










ঈশ্বর যখন ক্যাসানোভা




রৌদ্র সিক্ত উঠোনের একপাশে
মোরগঝুঁটি ফুটে আছে যেখানে
ঠিক তার পাশেই বসে বসে
আদর করে দিচ্ছ মোরগটাকে
আমি গুছিয়ে রাখছি পিঁয়াজ, রসুন,
জন্মনিয়ন্ত্রনের বিধি ...


এই যে তোমার খাজুরাহ থেকে
উৎক্ষিপ্ত আলো
পড়ছে ঈশ্বরের ওপর আর
রিংটোন হয়ে বেজে উঠছে
পাশের পাড়ায়
আমি লীন হয়ে যাচ্ছি তোমাতে
ঈশ্বরও...


স্নান সেরে বেরিয়ে আসছি
নির্বস্ত্র
আমি ও ঈশ্বর
মুখোমুখি দেখা হয়ে যাচ্ছে
দুই ধর্মান্তরিত ক্যাসানোভার ...



প্রবাল মুখার্জী প্রবাল মুখার্জী Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.