![]() |
| পরিচিতি |
ঈশ্বর যখন ক্যাসানোভা
১
রৌদ্র সিক্ত উঠোনের একপাশে
মোরগঝুঁটি ফুটে আছে যেখানে
ঠিক তার পাশেই বসে বসে
আদর করে দিচ্ছ মোরগটাকে
আমি গুছিয়ে রাখছি পিঁয়াজ, রসুন,
জন্মনিয়ন্ত্রনের বিধি ...
২
এই যে তোমার খাজুরাহ থেকে
উৎক্ষিপ্ত আলো
পড়ছে ঈশ্বরের ওপর আর
রিংটোন হয়ে বেজে উঠছে
পাশের পাড়ায়
আমি লীন হয়ে যাচ্ছি তোমাতে
ঈশ্বরও...
৩
স্নান সেরে বেরিয়ে আসছি
নির্বস্ত্র
আমি ও ঈশ্বর
মুখোমুখি দেখা হয়ে যাচ্ছে
দুই ধর্মান্তরিত ক্যাসানোভার ...
প্রবাল মুখার্জী
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন