![]() |
| পরিচিতি |
দেরি হয় হোক
দেরি হয়ে যাচ্ছে না তো?
হয় হোক;
আরো ক'টা শীতকাল ঝরিয়ে যাক নজরের মেজাজের জঞ্জাল,
সার রসে চুর হোক ভাষা;
অপেক্ষায় থেকে থেকে ক্ষুন্ন হোক
প্রণয়ীর চোখ, নধর অধর,
দেহ ভাষে জন্ম নিক তর্কাতীত হেলা;
গহীন কে খুঁড়ে খুঁড়ে ক্লান্ত হোক
তাড়নার জাঁকালো শ্বসন,
সব ট্রেন ছেড়ে যাক, প্ল্যাটফর্ম হতে থাক ফাঁকা;
এমনই বহুধর্মী হার, গ্লানির নিগুঢ়ে
বহুবিধ হেলার মূক শ্লেষে, থাকে সে,
থাকে- প্রার্থিত নির্জনতা, কাম্য প্রতুল...;
দেরি হয়ে যাচ্ছে না তো?
হয় হোক;
আরো কটা বৃষ্টির মাস শিখিয়ে যাক জীয়ন্ত শিল্পের চল
প্রমোদের রসে ডুবে থাক জননের পথচলা...
হারের বিষাদ
বীজের অভাব কথাটা কতটা যৌক্তিক, জানা নেই;
অনীহার খাঁটি হেতু একান্ত রোগ?
সঙ্ঘ আজ বন্ধা গাভী;
জায়মান লোভের আগুনে পুড়ে গ্যাছে ছায়াছন্ন ভিটেবাড়ি, সদাশয় কাধ;
সুস্থিরতা ছেড়ে গেছে
বীজতলা
আবাদী জমিন,
স্থিতির অভাবে ধ্বস্ত আজ সৃজনের ঝোর;
ব্যক্তিগত বলে কিছু আছে নাকি বাকী আর কারো?
আমার তো চেতন জুড়েই
কালিক কীর্তি, সমকালীন ক্ষত;
আমার তো কোষে কোষে
জেঁকে বসে আছে শোষিতের মুখ, অবিরত হারের বিষাদ;
নিমিত্তময় কাল
কত কি-ই না শুনতে হচ্ছে,
বদলে যাচ্ছে, বদলে দিচ্ছে,
প্রিয়সব থালা-বাটি স্মৃতিময় আসবাব যাপন শিকড়;
কত কি-ই না দেখতে হচ্ছে,
গিলতে হচ্ছে, টেকার স্বার্থে করতে হচ্ছে ভিলেনের জোকারের পার্ট;
কত নিমিত্তেই না এ শহর
হাতের মুঠোয় পায়ের নাগালে পৌছে দিচ্ছে
পিছলের বিকারের মনকাড়া মাল;
নারী
সে ছিল বলেই এ জীবন কাব্যের মত অদ্ভুত;
তাঁর কারণেই তাজ!
তাঁর কারণেই ধ্বসে যায় ট্রয়!
দখলী অসুখ
কিম্ভূত দখলী অসুস্থতা
দাম্ভিক প্রতিভা, বেপরোয়া তর্জনীর
চাষ
বিজ্ঞাপন
বেড়ে গেছে খুব;
আগেও বিষবৃক্ষের হত চাষ
গোপনে উঠত বেড়ে শকুন নখর;
এখন খলাখুলি শো;
'মিশন কতল' এর সভ্যেরা আটঘাট বেঁধেই নেমেছে;
বন্ধুর ছলে কে জানে কে আজ সেয়ানা ঘাতক!
সৈয়দ ওয়ালী
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন