ফারহানা খানম

পরিচিতি  







মেঘ


কতকাল একফালি জেদী মেঘ ঠাঁয়
দাঁড়িয়ে ছিল আমার কার্নিশে।
কতো রোদ এলো গেলো বৃষ্টি ঝরেনি তাতে;
বর্ষণে উন্মুখ নয় ছিলনা ঐশ্বর্য দীপ্তি।

চৈত্র -চৌচির মেঘের ফাঁকে
ঝকঝকে নীলাকাশ! অচেনা অবুঝ!!
জীবনের পুঞ্জীভূত কষ্টের আড়ালে
অজুত নক্ষত্র আলো।

মেঘের ছায়ায় দাঁড়িয়ে কতবার আমি
নিজেকে ভেবেছি ...
তার বুকে কান্না দেখেছি ,পড়েছি বর্ষার
কথোকথা ।

আজ হঠাৎ
উত্তুরে হাওয়ায় সে চলে গেল...
শুন্য কার্নিশে ঝুলে মন-খারাপি উষ্ণতা
যেন বলে গেল ছিলাম কখনো তোমারও ?



ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.