চন্দন কৃষ্ণ পাল








কাকতাড়ুয়া 



চোখ মুখ আঁকা মাটির পাতিলটাই শুধু স্থির
আর ক্রস করা দুটো কাঠি,বাকি সব অতীত
সারা মাঠ খাঁ খাঁ ,রোদের জিহ্বায় বিদ্যুৎ
নীলচে গ্রামের ছায়ায় ভূতুড়ে মেঘমাখা দিন...।

পুরনো শার্ট আর ছেঁড়া ফাটা জিনসের জৌলুসে
নতুন কাকতাড়–য়া দৃষ্টি নন্দন ,কাকতাড়–য়া ভীত কিনা
কে জানে,অন্য পাখিদের ভীত চাহনী দেখে
আনন্দিত এক পায়ে দাড়ানো স্থির কাকতাড়–য়া।

ঐ সব অতীতের দিন,তারপর রোদ ঝড় বৃষ্টিতে
ঠায় দাঁড়িয়ে ভেজা-শুকানোর দিনরাত
চৈত্রের এক ঝড় ছিড়ে নেয় মূল আবরণ,খসে পড়ে
ছেড়া ফাটা জিনস,একপায়ে দাঁড়িয়ে থেকে
বিবর্ণ চোখ মুখ নাক আঁকা পাতিল পাহারা।

কাকরা সাহসী হয়,
মুন্ডুতে কর্ম করে সকাল দুপুর...।


চন্দন কৃষ্ণ পাল চন্দন কৃষ্ণ পাল Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.