ঐশী দত্ত

পরিচিতি 









মুক্তির শ্বাস



একটি দেওয়ালের
বাঁ দিকে "শ"
ডান দিকে "স"
মাঝের দিকে "ব"
বসিয়ে ঘর দাঁড়িয়ে গেল
আমার বুকে
তবু "শ্বাস" চলতে পারছেনা
গলা ছিঁড়ে আটকে গেল
তাতে আমি বাঁচতে পারছিনা
আমার আরো জায়গা দরকার
তোমরা একটু জায়গা দাও
শ্বাস রাখার জায়গা
আমি তো একটু বাঁচতে চাই
 সত্যি বলছি আমি বাঁচতে চাই ।

এই যে আমার বাঁচার আকুতি
শ্বাস তা জানেনা
জানেনা বলেই তোমাদের কাছে
এসেছি
তোমরা শ্বাসকে জড়িয়ে রাখো
কাছে বসিয়ে
একটু লাল সবুজের জল দাও
একটু মুক্তিযোদ্ধের গল্প করো
একটু বীরজায়াদের কথা বলো
একটু জাতির পিতার কণ্ঠ শোনাও।

ভুল করেও ছেড়ো না তোমরা
আমার দিকটা একটু ভাবো
আমি যে বাঁচতে চাই
অনেক বড় হতে চাই
আমি বড় না হলে
পৃথিবী ক্লান্ত হয়ে যাবে
আর পৃথিবী ক্লান্ত হলে
তোমরা বাঁচবে কিভাবে?

আমার বিশ্বাস কথা রাখবে ।

কথা রেখেছ বলেই এইতো
আমি এখনো বেঁচে আছি
দেওয়াল ফাঁক হয়ে
শ্বাসের জায়গা হলো
শ্বাসের লেখা চলছে
শ্বাসের শব্দ হচ্ছে
হাওয়ায় হাওয়ায়
শ__
     ব__
          স
যা এক আলোক বর্ষ ধরে
আমি খুঁজেছি ।



একযুগ প্রেম



সমস্ত অভিনয় জমে স্থির হয়ে গেলে
অনেক প্রেমের কথা মনে পড়ে
ভার হয় বুক
শ্বাসের ওঠা নামা
কুঁকড়ে যাওয়া পেট
নাকের নীচে বিন্দু বিন্দু ঘাম
দেখে
আমি ভাবি
আবার ভালবাসা আসছে
পালানোর আর পথ নেই ।

পথ না থাকলে সমস্ত প্রশ্ন
আড়াল করে
অন্য কোথাও অন্য ভাবে
অভিনয় ভেঙে ভেঙে
প্রেম করি
যেখানে আগে কোনো প্রেম ছিলনা
প্রেমের অভাবে
প্রেমের প্রভাবে
বা প্রেমের স্বভাবে ।

এইরকম প্রেমহীন জায়গায়
আমার অতিরিক্ত অভিনয়
বাঁচিয়ে রাখে যাদের
তারা কখনো জানতে পারেনা
ঐ সময়েও
আমার একযুগ প্রেম আছে
যে প্রেমের পথে হেঁটে হেঁটে
আগুন ঢেকে রাখি জলে
হাওয়া ছুঁয়ে ছুঁয়ে
মিলিয়ে যাওয়ার আগে
 অভিনয় জমায়
হঠাত্‍ এসে হঠাত্‍ চলে যাওয়ার ।

এই যে হঠাত্‍ এসে চলে যাওয়া
এইসব চলে যাওয়া নিয়েই
আমার প্রেম
যার কোন দায়বদ্ধতা নেই
যার কোন হারানোর ভয় নেই
প্রেম কি কখনো হারায়?
প্রেম কি কখনো দায়বদ্ধ হয়?
শুধু ভঙ্গি পালটে গিয়ে
অভিনয় ভেঙে পড়ে
একযুগ প্রেমের
আগুন জলের হাওয়ায় ।




হ্রদ বৈকালের প্রেমে




সম্পর্কের শূন্যগর্ভরূপ
বিচূর্ণীভবন মন
তবুও আঠারোতে অ্যডাল্ট হয়েছি
লিমা লুটে দুইজন ।

শুকনো চোখে প্রেমের চিত্র
সুখের ড্রোনে
অল্প সময়েই আমন্ত্রিত হয়েছি
ভালবাসার শীর্ষ সম্মেলনে ।

মনের শাওয়ার খুলে আদরের
জলে ভিজে
চুমুর টিপ কপালে পরে হারিয়েছি
আমরা হৃদ বৈকালে ।

সাক্ষী রইলো অ্যক্রোপোরা
সেরিব্রাম নিস্তেজে
শরীরের জ্যামিতিকে
মৃত্যুদন্ড দিয়েছি
জেনন বাতির পাশে
মনের আইনসভাতে ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ