পরিচিতি |
এক ঘর
ঘুমে ভর্তি হয়ে আছে ঘুম ... কারা ভেবেছিল মেঘ , দেখেছি রক্ত বোনা মল্লার ...
তুলিতে ভিজে আছে শিশিরসারস ... আকাশ আঁকবো নাকি মাটিরঙ শিশুটি ... কথার কাগজ জুড়ে ভাষার সুকুমারী এলোমেলো ... পাখির পালকরা দল বেঁধে দুষ্টুমি করে , পাঠশালায় যায় ...
যায় বুঝি ?
পেছনে মা ... হাত ধরা ... পালকের বালকক্রিং ... মা বলছে , যত নদীকে ভয় পাবে যতো তত বেশি ঢালাই হবে বেরং জল ... ঈশ্বরের ডিঙি ভাসাই বরং জ বেলার জাহাজ ... জরার অবসাদে আর কোনদিন ডানা হারাবো না আমরা .. ...
মাঝি মাঝি ... আমাদের বকলমে ঠোঁট দেবে তা ...
নৌকোর ফাগুনকাঁধে বসবে অক্ষরের মেলা ...সাধারণ মেয়ের মত ভাষার আলো উড়বে ...গরদের পাড় ধরে ... মৌরিতিথি ... বিরতি শেষে করবে শব্দপান ... আমরা গুনবো ভ তে ভ্রমর ... হ আকারের হরিণরা পুকুরের ভুরুতে আসবে উড়ে ...
কানামাছির কাটাকুটি ... সন্ধ্যেরা গাঢ় হবে বিন্দু বিন্দু স্বরে ...
বাড়ি ফেরার কথা মনেই পড়বে না আমাদের ... রেশমের গাছে বৃষ্টির পাতা ঝরতে ঝরতে ... কোল বোঝাই দেবতার বাড়ি ... ঘণ্টা বাজছে ... বাজছে স্লেট ... চকের ছন্দ ... সরল আঠারো ... একুশ ... ঝর্ণার নামতা ... নিখুঁত এক্কার দোলনায় ... জড়োয়া ফেব্রুয়ারী ...
আমরা ঘর ...
আমাদের এক ঘর কথা
আর বাকিটুকু কবিতার কাঁথা ...
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন