![]() |
| পরিচিতি |
সুর-মুক্তি
পূবের জলে ভেসে গেছে সব ভিটেমাটি
সঙ্কীর্ণ তীর ধরে সমুদ্র এগিয়ে গেছে নিভৃতে,
একে একে গিলে নিয়েছে কড়ি কোমল আর তিলক- কমোদ..
দূরগামী ব্যাথার তল নেই এখন
এখন উসখুসে সন্ধ্যায় নিথর মাটি শুয়ে থাকে
আবেশে আদরে শরীরে উঠে আসে-
আস্ত একটা ত্রানশিবির অথবা হাসপাতাল
মাটি আর সমুদ্রের যেটুকু অনুরাগ ছিল
সন্ধিক্ষনে তা এখন গর্ভে অনুভব করি,
অদ্ভুদ উল্লাসে..
বিজয়-পতাকা উড়িয়ে দিই নিমেষে
ভেতরে ভেতরে নখ থেকে চুলে মুক্তিবোধ ছুঁয়ে যায়।।
মৌমিতা চন্দ্র
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন