ফারহানা খানম

পরিচিতি  








উপাখ্যান 


কটা প্রজাপতি অযথাই ঘুরপাক খায় ,অপূর্ণ শুন্য-বৃন্তের কাছে 
কাছাকাছি থাকা কিছু কাঁচপোকা উড়ে যায় দূরে ,
ঘাসের বুকে জল আর রোদ্দুরের । 
বিভাজনে স্পষ্ট হয় ভোরের শুরুতে লীন হয়েছে মোহ! শুকনো জলরেখায় স্ফুরিত মেঘ । 
দৃষ্টিতে ঝুমুর উপাখ্যান তাল, লয় আর সুরের বৈচিত্রে ,
আবেগের রঙ বদলায়।
ঘোর স্তন্ধতায়, 
অনাহূত করুনার হলাহলে পাল্টে যায় দৃশ্যপট। অহং এর বেদিতে জমা হয়  নৈরাশ্য আর অহমিকার বিবমিষা !
অবসিত অস্তিত্বে রচিত হতে থাকে চেতনার বিবর 
জলের বুকে জমে আরো কিছু লোনা জল।  
হিজলের ডালে বসা কাকের দৃষ্টিতে ঝুলে আছে 
কর্কট দর্শন।





ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.