![]() |
| পরিচিতি |
আগুন পোকা
আগুন ভালোবাসি
আগুন হয়ে পুড়তে পোড়াতে দুটোই ভালোবাসি .
আমি দেবি ,আমি ঈশ্বর ছুঁয়ে থাকি।
খুলে দিতে পারি তৃতীয় দ্বার সৃষ্টির
আর তৃতীয় নেত্রে অসুর নিধন
আমি গর্বিত আমি নারী ...
গল্পটা এই পর্যন্ত ঠিকঠাক ই ছিল
ব্যাঘাত ঘটল অন্যখানে -
কার্তিক কুমার দল নাক সিটকিয়ে রটিয়ে দেবে
এ মেয়ে নিশ্চিত 'হমো 'কিংবা ঘোরতর পুরুষ বিদ্ধেষী
মহিলা ফোরাম চিঠির পর চিঠি জিও নারীবাদী
এ সব হতেই পারে হতেই পারে এমন
হাইপার টেনশনে আমার প্রেমিক
ইনসুলিন গিলে চুমু দিতে ভুলে যাবে ঠোঁটে ..
সহযাত্রী রা -পথ ছেড়ে দে ,পথ ছেড়ে দে
ওরে "নারীর এত মান ভাল না বোঝাই কি করে"
হিংসুকেরা আড়ালে -সাংঘাতিক! প্রেমে ছ্যাঁকা খেয়েছে সিওর
মাইরি এরা ছ্যাঁকার কথা বলে আমার সারা গায়ে কালশীটে ...
হাতে আলতো চাপে কেউ বলেনা ,বন্ধু এগিয়ে চল
তোর পথের সাথে আছি।
তবুও বলি আগুন ভালোবাসি
আগুন হয়ে পুড়তে ,পোড়াতে দুটোই ভালোবাসি...।
চন্দ্রা মুখার্জী
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন