![]() |
| পরিচিতি |
নিজগেহ
পাতার আকাশে আঁকা হয়ে যাচ্ছি ...
জিরাফের ঝঙ্কার নামছে কাঁধ বেয়ে ... তালা খুলছি নিজগেহ গ্রাম আর স্কুলবাড়ির ।পাণ্ডুলিপির নদী আর নালা বাঁচিয়ে ... জল ছেনে বাঁচিয়ে তুলছি দোপাট্টার নিলাম ... কুসুমের জহর নাকি জুঁইব্রত ...
আরশি এবং কমলা নগর । ক্লান্তিজ্বরে জ্বেলে দিচ্ছি ...
ভালোবাসা সেঁকে সেঁকে সেই অরণ্য আর আগের মেঘ নেই । কাঁচাপলিমাটির দৃশ্য ... আমিও দৃশ্য হয়ে যাই ... চিরকুমারী নদীর চার বাহু আর পাঁচ পা জড়ো করে একটা ডাকাবুকো স্নান হয়ে যাই ... আর তুমি সেই স্নানের আল্পনায় খোঁজো জলস্তর ... দরবারীর ঠিকানায় ধ্যানগাছের লতা শিকড় ... আমি বহু বিভক্ত হতে হতে পরবাস নিবিয়ে আসি । পক্ষীশীতের মায়াকুয়াশা ... শীতে থইথই । কাঁপছি ।
তুমি আমাকে প্রাচীর পড়াও নিজের হাতে ...
এই শীত অশ্রুঠাকুমার মত দীর্ঘায়ত
এই বিল পতঙ্গলোকের কথা বলা ঘুড়ি
এই লাটাই চিরশুদ্ধির শ্বেতপদ্ম
ভুরুতে জেগে থাকি ... একলব্যের মোহনতন্ত্রে সম্মোহিত ... রিপুতে ভস্ম করি আগুন , কান্হপা"র ঝুলিতে বিষাদের রূপ ... অর্চনা করি ... স্রোত করি রাধাদলের কৃষ্ণপ্রিয়তমা... তুমি যেন সেই অপেক্ষার অহল্যা ... তোমার শিমূলঘুমন্ত ... ময়ূরের গ্রহন ... তুমি বিস্ময় সারা রাত ...
আর আমি তোমার তর্জমাচাঁদে মাথুর সেজে থাকি ...
যদি জেগে ওঠো , সাড়া দাও ...
বুঝবো কে করে প্রজাপতির ছদ্মবেশে তুমি মানুষ তো নও ...
জড়িয়ে ধরি যদি । নাছোড়বান্দা পথিকের মতো পথকেই যদি জড়িয়ে ধরি ... আঁকড়ে ধরি অলক আনন্দের ঢাকবাদ্যি ... যদি আমার সমস্ত ভুলকে দুর্গাপুজা বলে ভ্রম করি ... কাশফুল গীতিকার অণু পরমাণু ... জোনাকির খামার ...সন্ধিউপাসনার পরে যদি চিত্রাংগদা হই ... ষোল বছর বয়েসি পিলসুজ কোনো ... যদি গাছেদের পাঁচালী আমাকে প্রদীপ করে ... পঞ্চপিয়াসার হ্রদমদ তোমায় যদি মত্ত করে ...
আমাকে নেশা করো তবে ... আলিঙ্গনের আবীরে আমি প্রমাণ করে দেবো পৃথিবীর অট্টহাসিটি চরম কামুক । শিশুকান্নার প্রথম কোয়ার নাম হিম । শিকারিনীল ফাগ আমি বলে দেবো ঠিক ভোরবেলা । স্নানরঙ পুকুর ... হিজলের চোরাকুঠুরি ...আখ্যানের আহ্নিকগতি আমি শিখিয়ে দেবো ... সূর্যের বার্ষিক শ্বাসকষ্ট ... কড়ায় গণ্ডায় জটিল অঙ্কের গুণগুণ ... জানিয়ে দেবো বর্গমূলের প্রতিটি রোমকূপ আসলে আয়তাকার প্রণয় ...
উপপাদ্যের পাখিশিকারি সেই । পাখি আঁকতে আঁকতে ...গা থেকে যার উড়ে যাচ্ছে বালকঈশ্বরের পালক ...
রত্নদীপা দে ঘোষ
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন