জিনাত জাহান খান

পরিচিতি 







পাঠ,প্রুফসহ বিবিধ বিষয়


কিছু রূপালি পোকা বাসা বেঁধেছে পুরানো জামার আস্তিনে,আমার কৈশরের গন্ধ।মেঘেদের মতো ক্ষণে ক্ষণে সোহাগ পাল্টায় রং ও আকার।জানি চোখ বাঁধা মানুষের কাছে অন্ধকার নয় –- ভবিষ্যৎ অপেক্ষা করে।অলিখিত শাদা কাগজে দোয়াত উপুড় করা ছলকানো নিঃশ্বাস ঢেলে দিলে তৈরি হয় যে শূন্যতা চিলেকোঠায়,তা থেমে যায় সিঁড়ির তলায় পুতুলঘরে 

ঘ্রাণ,বৃষ্টি কিংবা চুম্বনগুলো অনধিকার ভাবেই প্রবেশে ব্যাস্ত যে গাড়ল জীবনে সেখানে সান্ত্বনা নেই,ফুসফুসের যন্ত্রণা নেই --- অসুখের মন্ত্রণা শুষে নেয় পিঠের নিচের সমস্ত নুনঘাম,ছড়িয়ে দেয় শরীরময় পাণ্ডুলিপি।তারপর চলে পাঠ,প্রুফসহ বিবিধ বিষয়।বাতাস ভারী হয়ে আসে ন্যাপথলিনের গন্ধে 

দরজার বাইরের জ্যোৎস্না কিংবা ভেতরের আমাবস্যা নিয়ে আলোচনা হবে না --- উঠোনে ছড়ানো অসংখ্য বীজাণু শব্দের তরজমা শিখে নিচ্ছে,ফেলে রাখা সিনেমার টিকিট থেকে।মুছে দিয়ে যাবো অভিজ্ঞতাদৃশ্য যখন থেমে যাবে একসাথে...ঝড় ও ঝরাপাতা।আর প্রকাশ্যে কবিতাহীন জীবনে গুঁজে রাখব এক গোছা ভাঁটফুল 

শহরের উঁচু উঁচু অট্টালিকাগুলো আমার চিলেকোঠা থেকেও উঁচু... 





জিনাত জাহান খান জিনাত জাহান খান Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.