সুদেষ্ণা চ্যাটার্জী

পরিচিতি  








পরিমাপ


রঙে রঙে একটি গোধূলি , 
আঁচরে আঁচরে দুরন্ত ঘরমুখো মেঘ
এবং , একটি অকল্পনীয় আকাশের বুক - 
প্রান্তরে 
মুখ থুবড়ে পড়ে থাকা পাখির পালক
অন্দরে
শনশনে বাতাস ...
সেকি দীপ সন্ধ্যার খুনসুটি 
নাকি প্রজ্বলিত আত্মহুতি , 
নাকি উহ্য 
স্খলিত পালকে’র রক্তাক্ত মুখ!

ঠিক এমন’ ই ,
আহত লাল ডগায় ডগায়
সুখশ্রাব্যে 
রোজ রোজ স্নাত মেঘরাগে , 
প্রমোদরত গর্বোব্ধত তুমি!
গর্ভতন্তে প্রত্যঙ্গাভিনয়ে তুমি!
শির শির কাঁপুনিতে , 
প্রত্যভিবাদনে -
এভাবেই রোজ প্রদোষপ্রদে বাঁধি ধুন।
সেতারে - 
রোজ প্রাতে করি খুন
এক একটি পর্বে –
একটি মর্মস্থল
একটি রজঃনালি
একটি প্রপন্ন ভ্রূণ।



সুদেষ্ণা চ্যাটার্জী সুদেষ্ণা চ্যাটার্জী Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.