![]() |
| পরিচিতি |
প্রেমপত্র
শরীর জুড়ে ফাগুন এলো ।
চলরে সখী জলকে চল।
কানের দুলে রক্ত ছলাৎ
গালের টোলে গহীন জল।
যৌবনেরই কদম বনে
জোয়ার আসে , মারণ টান ।
কাজল কালো চোখের ডাকে
হৃদ হরিণী বিদ্ধ বাণ ।
রিমঝিমি এই নেশার বাদল
মাদল বাজে তা থৈ থৈ –
রক্ত রাঙা চোখের ঘোরে
গোলাপ খসে মাতাল হই।
আঃ কি আরাম উজাড় হয়ে ।
দিতেই তো চাই ।নিচ্ছে কে ?
পাহাড় চূড়া ,উপত্যকা
জল নামালো বান ডেকে ।
মন্ত্র –পূজা রীত রেওয়াজে
চাইছিনা আজ, যত্ত ভাট ।
শিউরে ওঠে বিজ্ঞ মানুষ
ঘর দুয়ারে দেয় কপাট ।
হাতে পেলাম প্রেমের চিঠি ;
বলব না কি লিখছে সে।
বুকের মধ্যে লুকিয়ে রাখি,
গোপন সুখে যাই ভেসে।
বন্ধুরা সব চিল-ছোঁ মারে
“ বল না একটু ,বল না ভাই-
এমন কি আর হিরে মানিক ?
কি লিখল বল সেই কথাই।’
বলতে গিয়ে ঠোঁট কেঁপে যায়-
জল আসে ছাই চোখ ভরে
অবশ হল সারা শরীর
আলোর কমল ফুটল রে ।
আজব খবর দিচ্ছে সোনা ।
চিঠির খাঁজে আগুন ফুল;
রূপটানে আর কাজ নেই রে—
স্বর্গ মর্ত হুলুস্থুল ।
অলীক গাঙের অচিন ভাষা
মুঠোয় দিল অমৃত ।
ভয় দেখাতে মৃত্যু এসে
থমকে দাঁড়ায় স্তম্ভিত !
সোনালী মুখার্জী
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন