সুবর্ণা গোস্বামী

পরিচিতি 








এবং পরকীয়


এক বিন্দু পারদের মত ছুঁলেই পালিয়ে যাচ্ছে
প্রায়শই  মাতামুহুরির স্নান,
কুকুরেরা টেনে নেয় লালসার হাড় আর
ভেজানো দরজার এপাশে
ব্যক্তিগত কিছুই ঘটে না;
আজকাল সত্যি কাটি না কোন সাহসের ফিতে।

চলমান সেতুরা হয়ত পৌঁছায়
কোন অরণ্যে একা একা...
জানি আমি,তবুও জানিনা কোথায়
মন্ত্রেরা মন্ত্রমুগ্ধ  ভাবনার জলে।
তোমাকে আগেও দেখেছি কোথাও?
হয়ত মনের ভুল অথবা প্রতিবিম্ব হবে।

তুমি তো এবারই প্রথম এইখানে এলে,
এই তীব্র জালের ভিতরে
তুমিও নিরস্ত্র! আহা! এই নাও বরফের ছুরি।
সুতোরাও জানতে পারে নি
ভোর ভোর বৃষ্টির নীর ছুঁয়ে
কতবার আমরা উড়েছি......
নীড় হতে দহনের প্রতি...


সুবর্ণা গোস্বামী সুবর্ণা গোস্বামী Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.