![]() |
| পরিচিতি |
একটি বিষন্ন উজ্জল জারবেরা
আজকাল বেশ কেটে যায় সময় সবার... বেশতো, কাটুক। সময়ের মত হৃষ্টপুষ্ট আপদ যাদের ভাল কাটে সে গল্প শুনতে বেশ ভালোই লাগে;
মৃত বা জীবিতের যান্ত্রিক আহাজারি।
এই সেদিনও খুব দ্রুত সকাল থেকে দুপুর হতো, দুপুর থেকে সন্ধ্যা আর তারপর পুরোটা রাত পেরিয়ে সকাল। নতুন রিলিজ ফুললেংথ এইচডি ট্রেলারের মত। বলছিলাম সময়ের কথা,
রেশম সিল্ক বা সার্টিনের সুতো যেমন
পিছলে, পিছলে, পিছলে...
সরে যায় বেড়ালের লেজের মতো।
সরে গেলেই বৃদ্ধ ম্যাপলের পাতার মতো একেবারে গাছকেই ভুলে যায়। মানুষ আর সময়- কিছু সময় জুড়ে থাকে পাশে,
যদিও শেকড়, আর পাতারা ঝরে ঝরে,
ঝরে ঝরে- এক মাটিতেই মিশে যায়।
সময়ের কথা বলতে গেলেই শুকিয়ে যায় খোঁপায় পরার গোলাপী রঙা জারবেরা ফুল। সময় এখন ভীষন ব্যস্ত ভাইকিং জনপদে..
আসমা অধরা
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন