ভগীরথ মাইতি

পরিচিতি 









হিজলদীঘির জলে



দীঘিজলে ঠোঁট ছুঁয়ে নুয়ে আসা হিজলের ডাল
চাঁদকে দেখেছে কাল
সারা রাত্রি ধরে
ঘুম-শান্ত জলের ভেতরে ৷
সারা রাত্রি জেগেছিল শাখা
চাঁদের চন্দনে মাখা শালুক-পুষ্পিত দীঘিজলে-
পুরনো ইচ্ছে নিয়ে দুই করতলে
ভাসাতে ভাসাতে স্বপ্ন সোহাগের ভেলা
বাঁধানো ঘাটের পাশে কী আবেশে
ঘুমিয়ে পড়েছে ভোরবেলা
জলছুঁই হিজলের ডাল-

বিষাদের কার্নিসে ঝুঁকে থাকা মাধবীলতায়
কী ভালো যে চাঁদ উঠল কাল !




ভগীরথ মাইতি ভগীরথ মাইতি Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.