![]() |
| পরিচিতি |
প্রেম
তোর জন্য লিখতে ইছ্ছে করছে আজ..খুব-
অগোছালো..ভূলভাল..অনিয়মিত..অলিখিত গুলো..
শুধু তোর জন্য-
খুব ইচ্ছে করছে তোকে নিয়ে কাক-ভেজা ভিজতে
তোর বৃষ্টিতে-
আজকাল একবার ঘষলে দেশলাই ও জ্বলে না..আমি তো কোন ছাড়..
বারূদ হবি আমার?আগুন দিবি?রোজ?
তোর দেওয়া after-shave lotion টা খুব হিসেব করে মাখি..
তুই আছিস ওতে..তাই যত্ন করে মাখি..গালে..গলায়..চিবুকে-
ঠিক যেখানে যেখানে তোর নির্ভীক ঠোঁট ছুঁয়েছে আমায়
তোর চোখ বন্ধ ছিলো..
আমার ও
তবু জানি..তুই দেখেছিস আমার সুখ..
কান্না
শিহরণ
কেউ আটকাইনি কাউকে..কেনই বা আটকাবো?
তোকে চেয়েছি বার বার..তোর উন্মাদনা..তোর সবকিছু
তোর কেঁপে ওঠা..শিৎকার..ক্লান্তি..শান্তি..
সবটুকু
আমি নিঃশেষ হয়েছি তোর স্বত্তায়..শরীরে..অন্তরে..নির্লজ্জে-
যদি গুনতেই হয়..pyramid er ইঁট গুনবো কেন?
তোর রোমকূপ গুনব..
তোর শ্বাস গুনব
তোর উত্তাপ গুনব..
শোন-
বাঁচবি?
আদিম নিঃশ্বে?
দুজনায়?
অশোক বোস
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন