মাহমুদ নজির

~ কবি পরিচিতি ~ 



বুদবুদ 


শুধু
ভালোবাসার জন্যেই বেঁচে আছি
প্রবল আকাঙ্ক্ষা বুকে। 
ইচ্ছে গুলো ডানা মেলে ওড়ে ;
তুমি হা বললেই
আমিও হতে পারি আকাশ
অথবা বিশাল সমুদ্র। 
হৃদয়জুড়ে জাগাতে
পারি থৈথৈ জলের ঢেউ
অনন্ত বুদবুদ!

গুপ্ত 


দহনে জ্বলছি,  শ্বাস প্রশ্বাসে
যন্ত্রণার ঝড় ;
অবিরল বাতাস বইছে পাল্লা দিয়ে।
তোমাকে বলিনি তবুও
শুধু একরাশ স্বপ্ন ছড়িয়ে দিলাম
তুমি কুড়িয়ে নিয়ো।

অাশা 


নির্ঘুম কেটে যায় রাত
চোখ দুটি অপলক
জেগে জেগে কী যেনা খুঁজে
হৃদয়জুড়ে অন্তত আশা
তুমিহীন মন আমার
কিছুনা বুঝে ...


জিকির


এইখানে ছুঁয়ে দ্যাখো
বুকের গভীরে
যদি কিছু থেকে থাকে
যদি কিছু ডেকে যায়
প্রিয় নাম ধরে
যদি কিছু গেয়ে যায় গান
সুর তুলে ক্রমাগত
তুমি তুমি নামের জিকির
তার নাম ভালোবাসা
তার নাম প্রেম...





মাহমুদ নজির মাহমুদ নজির Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.