![]() |
| পরিচিতি |
প্রথম যে বাঁশি বেজে উঠেছিল
প্রথম যে বাঁশি বেজে উঠেছিল তার সুর আর স্বরের সঙ্গে কবে যেন
ট্রেন ফেল হয়ে গিয়েছে আমার । এই হেমন্তের দেওয়ালে পাখিরা
রেখে গেছে নখের টুকরো , পায়ের লাফ । মৃত পাতাদের চিঠিতে জে
উত্তর দেওয়ালের কথা , সেখানে দাঁড়ালেই রোজ শ্বাস বন্ধ করি ।
তুমি ফিরে এলে হয়তো আমি জোরেই শ্বাস নেব তখন ধরা পড়েবে
হৃদয়ের ব্লকগুলো । ফুস ফুসের উপর দিয়ে হেঁটে যাবে হাওয়া ...
কচি রেজা
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন