![]() |
| ~ কবি পরিচিতি ~ |
আশ্বিনের একটি সকাল
ভোরের আকাশের ধুসর ক্যানভাস ছুঁয়ে
আঁকা হয়ে যায় পেঁজা তুলো মেঘের পালক,
সারি সারি মেঘ আল্পনা আঁকে আকাশের গায়
ভোরের সূর্য্য মেঘের আড়ালে আনে ঝলক।
তখনো ওঠেনি সুর্য্য তখনো জাগে নি কাল
তখনো বয় নি বাতাস যেন থেমে গেছে মহাকাল।
আকাশ তুমি আছ তাই পৃথিবী এত শীতল।
তোমার চাদরে মোড়া তাই বায়ু এত নির্মল।
মেঘের ফাঁক দিয়ে নেমে আসে আলোর ঝর্ণা।
পৃথিবী সেরে নেয় স্নান, গাছেরা ফিরে পায় প্রাণ,
ঘাসেতে হিরন্ময় দ্যুতি পৃথিবী হেসে ওঠে তাই
বাতাসে আশ্বিনের নতুন ধানের সুমধুর ঘ্রাণ।
ইন্দ্রাণী সরকার
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন