সেখ সাদ্দাম হোসেন

~ কবি পরিচিতি ~ 








মুরশিদ মাজারে যাপনচিত্র  ১


ফুলের সুগন্ধ ভাঙছে । মগ্ন হতে পারছি ।

মুরশিদের চোখ থেকে আলোর দ্যুতি
চিনিয়ে দিচ্ছে বর্ণ
ফসলের কোনো কলঙ্ক থাকে না ।

মাথা ও মাটির দূরত্ব বজায় থাকছে না আর
অহংবোধ পুড়ছে । আমি মগ্ন হতে পারছি ।
জন্মের হিসাব কষতে ফুঁটে উঠছে আয়না

আমার পথ ঘর মুখ থেকে
ফিরে চলেছে
নিপীড়িত লাঞ্ছিত জনবসতির তীরে

ধানরঙা বেদনা ফিকে হচ্ছে ক্রমশ …




সেখ সাদ্দাম হোসেন সেখ সাদ্দাম হোসেন Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.