সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিল । সৌনক তাড়াতাড়ি মারামারি করে রেডি বেরিয়ে গেল । আজ কলেজের শেষ দিন । এরপর কয়েকটা গিফট কিনবে, তারপর কলেজে যাবে ।
আজকের পর থেকে সকল সহপাঠী বিচ্ছিন্ন হয়ে যাবে । আলাদা আলাদা লক্ষ্যে আলাদা আলাদা পথ । আজকের দিনটা বড়ই হাহাকারের ।
সৌনক কলেজে গেল । সকল বন্ধু মিলে পুরানো স্মৃতিতে উল্টে পাল্টে তাতিয়ে নিল নিজেদের । তারপর প্রতিশ্রুতি বদ্ধ , সকলেই একে অপরের সাথে কনট্যাক্ট রাখবে । কলেজ কর্তৃপক্ষ সর্ম্বধনা জানালো । সাথে সাথে ভবিষ্যতের জন্য বেস্ট উইশেস্ ।
সৌনক প্রিয় বন্ধুদের গিফট দিয়ে বুকে জড়িয়ে ধরল । জল ছলছল চোখে, আর্দ্র স্বরে ‘আসছি..’ বলে কলেজের মেন গেটের দিকে এগিয় গেল । তারপর দাড়োয়ান আসরফ কাকুকে প্রণাম করে সৌনক আর্শীবাদ নিল । আসরফ কাকুর চোখেও জল । সত্যিই আজকের দিনটা হৃদয় বিদারক ।
একদম শেষ মুহূর্তে সৌনক একটা স্পেসাল গিফট প্যাকেট নিয়ে মেন গেটের রাস্তার পাশে দাঁড়িয়ে রইল । দেবস্মিতাকে দেবে । দেবস্মিতা কলেজ থেকে বেরিয়ে আসতেই... সৌনক এগিয়ে গিয়ে …
--- দেবস্মিতা, এটা তোর জন্য ।
--- কি এটা ?
--- শুভেচ্ছা ।
--- ও ! থ্যাঙ্কস্ । ভালো থাকিস । বাই.. ।
সৌনককে অবাক করে দেবস্মিতা তাদের স্করপিও কারের দিকে এগিয়ে গেল । সৌনক কলেজের প্রথম দিন থেকেই দেবস্মিতাকে ফলো করে আসছে । ধনী পরিবারের মেয়ে । প্রচন্ড মুডি । সহজে কারোর সাথে কথা বলে না । তাই সৌনক তার মনের কথাটা জানানো তো দূরের কথা, আলাপ করারও সাহস পায়নি ।
আজকেই ওদের প্রথম কথা বার্তা । যে দেবস্মিতাকে সৌনক অহংকারী ভাবতো, সে আসলে খুবই নরম মনের । জীবনে খুবই প্রাকটিক্যাল । আসলে সৌনক নিজেই ভুল ছিল ।
দেবস্মিতার কার স্টার্ট হলো । পিছনের ইন্ডিকেটরের লাল আলো সৌনকের চোখের সামনে ধীরে ধীরে উজ্বল থেকে ক্রমশ অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল ।
সৌনক বুঝতেই পারলো না বৃষ্টির কারনে তার চারপাশের মানুষজনের ছুটোছুটিতে সে ধাক্কা খাচ্ছে খুব... সে শুধু বোবো চোখে আলোর পিছন পিছন তাকিয়ে রইলো, কোনো এক ঠিকানাহীন প্রবাসী জানালায় ।
![]() |
| ~ কবি পরিচিতি ~ |
সেখ সাদ্দাম হোসেন
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন