চন্দ্রা মুখার্জী

~ কবি পরিচিতি ~ 







প্রেমিকের ডায়রি

পেখম'টা ভেঙ্গে গেছে দুর্বিপাকে
গত গোধূলিতে ও অক্ষত ছিল.
আমার খোলা জানালা চোখে সংরক্ষিত
অভয়ারণ্যে আসন্ন বর্ষণে
সদ্য পাওয়া পেখম মেলতে চেয়েছিল
#
অথচ বিভেদের শাশ্বত মেঘে
বৃষ্টি হোল না বরফ কুচি হোল
অথচ , পেখমে মন রাখতে
শতাব্দী হেঁটে ছিল
#
এখন পেখমটা অক্ষত নেই-
এক ভয়ংকর আর্তনাদ , কে বা কারা গতরাত্রে
জোর বর্ষা নামিয়েছিল , পেখমের নীলে
ঢেলে দিয়েছিল চাপ চাপ জমা বিষ।
#
আমি শুনেছিলাম বিদীর্ণ আকাশে
নারকীয় কেকা ধ্বনি , তখন ই
সহস্র সাপ আমার মেরুদণ্ডে বিষ ঢালে ।
তখন ই ঘুম ভাঙে , দেখি
আমি মুখ থুবরে পড়া পরজীবী জীব রেশন লাইনে
দুধের লাইনে দিনান্ত যাপনে মরে শক্ত তক্তপোষে
কল্প নরম বুকে মাথা রেখে সফল মৈথুনে ছেড়া চপ্পল
কথা ভুলি।
#
আজ আর পেখমটা অক্ষত নেই
লজ্জা ও আর কোন ক্ষত নেই ,পুষ্ট. বৃষ্টিপাতে
প্রিয়ার মুখে কোন বিভেদ চিহ্ন নেই জেগে ।
শুধু , পেখমটা আর অক্ষত নেই-



চন্দ্রা মুখার্জী চন্দ্রা মুখার্জী Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.