কাশীনাথ গুইন

~ লেখক পরিচিতি ~ 







 খেলা।।

খেলা হরেকরকম।
হাঁটা দিয়ে শুরু,
সাদা চাদরে শেষ।

লেখাপড়া অনেক।
শিক্ষে হয় না শেষ।
আজকের জানা কাল ভুল।

জীবন নদী।
বইছে নিরবধি -
তরঙ্গ ও ক্লেদ সাথী।

সম্পর্কের নানা রূপ।
কিছু সত্যি,
কিছু বহুরূপী।

বন্ধু একটা শব্দ।
সুন্দর ততক্ষণ -
নাহলে স্বার্থবদ্ধ।

জীবনের রঙ চেনা।
সহজ কাজ না।
অধ্যবসায় গড়।



কাশীনাথ গুইন কাশীনাথ গুইন Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.