শর্মিষ্ঠা ঘোষ



অথ জন্মকথা
প্রাকবিশ্ব -
আমি মার্জার কথা বর্ণনা করি কিনা ভ্রম হয় মাঝেমাঝে ... অযোগ্য জীবন থেকে অষ্টম গর্ভ পেরিয়ে স্বাদু শীতল ঝাঁপ দি নবম জন্মে ... হয়ে উঠতে না পারার লজ্জা গ্লানি অভিশাপ অনুতাপ একাকীত্ব সব নিয়ে বসে থাকা আরবার ... এ নতুন জন্ম এ আলো জন্ম এ ভালো জন্ম এ সার্থক সদজন্ম হোক তবে আমার, হে প্রিয়, হে নাথ ... 

আমার জন্মকথার বাঁকে বাঁকে ছড়ানো ছেটানো মুক্তোদানা আর রোদের ঝিলিক আর মেঘের গম্ভীর আর অন্ধকারের পাপ আর হেমন্তের গেরুয়া আর আঘাটার প্রেম আর মরবিড কামকলার ষোলপ্রহরের নেশা ... আর আর যা কিছু আবর্তনের পুনর্জন্মের অভিযোজনের শঙ্খবেলায় ধুন্ধুমার ঢেউ গুনে ব্যাপক ভালোলাগার প্রবাল দ্বীপ ছুঁল ... বিষণ্ণ ক্যাসুরিনায় নাম লিখে এল হারানো ভালোবাসার বেলাভূমি ...  শুকনো মৃত ঝিনুকের খোলে ভরা কোঁচড় সারাদিনমানের মায়াময় আঁকড়ানো আঙুল খুলে লহমার উদাসীন জলে ঢেলে দিয়ে এল ভারহীন দায়হীন এক মায়াবেলা সেই ... 

উজার করতে চাইলেও যা শিউলি গন্ধ হয়ে ব্যাপনে মাতে বোধনের অকাল শরত ... ধুয়ে দিতে চাইলে জলছাপ হয়ে সরের মত ভাসতে থাকে মৃতের সাগরজল নুনে ... সরে সরে যাই বলে আরও আরও প্রবল হয়ে অস্তিত্ব ঘোষণা করে তুচ্ছ আমাতে এই ...

জন্মের পর জন্ম দেখতে দেখতে আর এক জোকারের ভুমিকায় অভিনয় করতে করতে ক্রমশ তৃতীয় পক্ষ হয়ে উঠতে উঠতে নিরাসক্ত নির্মোহ নির্বেদ সূচনা ভেবে আপন পক্ষ ছেড়ে নিজের প্রতিপক্ষকাল লঙ্ঘন করে নিরপেক্ষ তৃতীয় নয়ন লাভ করে কিছু কথনের পথে রেখে যাই তবে ... তবে কিছু মোহে কিছু প্রেমে কিছু উন্মোচনের অনিবার্য তৃষ্ণায় বিন্দু বিন্দু ঝরে পড়ুক অমৃত কলস উপচানো গরল সায়র সেঁচা প্রাণবারি... 

এসো হে নবজন্ম আমার ... মুক্ত করো লিপ্ত করো ধারণ করো হনন করো সহন দাও নির্বাণ দাও ক্ষরণ দাও মরণ দাও এই দারুণ দহন কালে ... 

আদিজন্ম -
অনাহূত অসম্ভবে তড়িঘড়ি অপ্রস্তুত এই আসা স্বাগত হবে কি , তুমুল ভয় শঙ্কা ভ্যাবাচ্যাকা পেরিয়ে সহজ হতে হতে এক নবীন বৃক্ষের প্রথম নারীত্ব প্রমাণে ব্যাপৃত রয়ে গ্যাল পুরোটা উজানপথ ... প্রথম চেনায় অবাক থাকে মাদল থাকে দুরুদুরু থাকে তিরতির থির বিজুরি চকিত কাঁপন ঝরঝর কূলপ্লাবী দুস্তর জলোচ্ছ্বাস উন্মুখ আগ্রাসন এর ত্র্যহস্পর্শ থাকে আর এক ডাক থাকে যোজনগন্ধা আকুল ব্যাকুল বাউল ঋষিত্বের ... তার টানে সংযম ভেঙ্গে ছোঁয়া যায় আনন্দ তুঙ্গশীর্ষ k2 ডোবা যায় আঃ টেথিস অতল তর্পণ করা যায় ত্রিবেণী সঙ্গমে তেরঙ্গা প্রসাদে অর্পণ করা যায় অনাগত ভোরাই ... তারপর সাধারণ হয়ে ওঠা আম হয়ে ওঠা অন্যতম হয়ে ওঠা ম্যাড়মেড়ে আমি থেকে অদ্বিতীয় জন্ম খোঁজে পর্যাপ্ত অতিক্রম তোলপাড় পঞ্চভূত ...  

জন্মান্তর -
এ জন্ম লিঙ্গ বোঝে না কাম্য অকাম্য বোঝে না গঠনতন্ত্র সমাজতন্ত্র পিতৃতন্ত্র মাতৃশক্তি দূরদৃষ্টি ধান্দা ফিকির সারল্য বোকামি ফারাক বোঝে না ... নির্মাণ বোঝে হতে চাওয়া বোঝে ব্যক্তিপুজা বোঝে আকর্ষ বোঝে মাধবীলতা বোঝে বটের ছায়া পাখির বাসা লবনাম্বু শেকড়বাকড় বোঝে ... এজন্মে কাগজের নৌকো পিগি ব্যাঙ্ক ডায়াপার বেলার ‘তার’ সাথে ঝুলন টিনটিন ফেমাস ফাইভ ফাস্ট কার ক্রেয়ন কৈশোর থেকে ক্লাস ফোর ওয়াটার কালার বাঙ্গি জাম্পিং স্কুল ফেরত গলা জড়ানো মাআআআআআআআ গানয়ালা অন্ধ ভিখিরি ট্রেনের জানালা ... মাইল মাইল সম্ভবনা বাবার অপূর্ণ রেটিনায় ... আমি তোমার হাত ধরে হাঁটবো বাবা ... মেলায় বায়না করবো না বেশি , প্রমিস , পকেটে নামঠিকানা লেখা চিরকুট , হাতে আইস ক্যান্ডি ... লাল ডলি লাল গাড়ি লাল মোজা লাল সোয়েটার লাল প্যান্টি লাল ব্রিফ ... না বোঝা আধ বোঝা ভেজা ভেজা নবজন্মের ফ্রয়েডীয় ব্যাখ্যা ... আরও অক্সিজেন চাহিদা আরও অবচেতন থেকে সর্পিল আনাগোনা আরও হারানো রুমাল... কয়ামত সে কয়ামত তক ... তিসরি মঞ্জিল ... 

ফাইনালি -
কস্তুরি খোঁজে লিবিডো কুড়িয়ে পেলাম ... ‘ফার ফ্রম দা ম্যাডিং ক্রাউডস ইগনোবেল স্ট্রাইফ’ ডি এইচ লরেন্স ‘সান্স এন্ড লাভারস’  লিখছেন হাডসানে নাইলে গঙ্গা ভল্গা তিতাসে বিলি কেটে কেটে ... যাদের জুতোয় পেরেক থাকে , সময়মত দ্যাখা হয় না , পাঁচ বছরের পারে দাঁড়িয়ে থাকে ইভের বাড়ানো হাতের ব্যাগ্রতা আর দৈনন্দিন অপদার্থতা টুকলি করতে করতে টাইম ওভার ... আধখানা সি ভি লেখা এ ফোর পৃষ্ঠা এরোপ্লেন হয়ে ক্রাশ ল্যান্ডিং করে ভগবানের চবুতরায় ... চিত্রগুপ্ত মার্কারটাকে ড্যাগারের মত পোজে এফোঁড় ওফোঁড় করে দেবার ভয় দ্যাখায় সমস্ত অসমাপ্ত ... অমৃতের সন্ধানে হাইকিং রোয়িং ক্লাইম্বিং ইত্যাকার হাসল বাসল ডজ করে বিনবিনে শ্রান্তি ক্লান্তি ক্ষমা করে মধু যামিনীতে দিনের শেষে ঘুমের দেশে তাদের দুজনের দ্যাখা হয়... বাকি জন্মের জন্য রিং এক্সচেঞ্জ করে পাঁড় জুয়াড়িদ্বয় ... এটাই কি তবে মহাজ্ঞানী ভাষ্যের পুনর্জন্ম মডেল ? ... আমরাই তবে এই বিশ্বের শেষতম বিস্ময় অবতার ... আহা !


~ কবি পরিচিতি ~ 
শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.